বিশ্ববিদ্যালয় পরিক্রমা : ভারতের লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। রাজনৈতিক নেতারা নির্বাচনী প্রচারণার পাশাপাশি একে অপরে কর্মকাণ্ড নিয়ে আক্রমণ করে যাচ্ছেন। আর উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে নির্বাচনী প্রচারের হাত ধরে।
শুক্রবার তমলুক থেকে তমলুকের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে ময়নার দেউলিমাঠে জনসভা করলেনন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবং এই জনসভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা মুখার্জীকে হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘দিদি আপনার ছোট্ট ভাই আছি। ত্রিপুরা থেকে বাংলাতে সভা করার জন্য আমি এসেছিলাম। তখন বর্ধমানে আমার দুটি সভা বন্ধ করে দিয়েছেন। অনুমতি দেননি। একটা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আর একটি রাজ্যে আসছে, কেন তাঁকে অনুমতি দিচ্ছেন না। আমার জনসভা বাতিল করে, এই বাংলার মানুষকে আটকাতে পারবেন না। আমার জনসভা যত বন্ধ করবেন, এই বাংলার বাঁধ তত ভাঙবে। আর আপনাকে চিরতরে বিদায় করবে। তার জন্য বাংলার মানুষ তৈরি হয়ে বসে রয়েছে। আগামী ২৩ মে যখন ফলাফল আসবে, তখন দিদির জন্য আমাকে ট্যাবলেট কিনে আনতে হবে। দিদির মাথা ব্যাথা হবে আমি জানি। মাথা ব্যাথা দূর করতে আমি মোদি ট্যাবলেট নিয়ে আসব।’
উল্লেখ্য, ষষ্ঠদফায় রাজ্যের যে ১২ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলবে, তমলুক তার মধ্যে অন্যতম। এই তমলুক থেকেই তৃণমূলের দিব্যেন্দু অধিকারীর বিপরীতে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সিদ্ধার্থ নস্কর।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.