ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণে হরিলুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ গ্রহণ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সকাল সাড়ে ১১ টায় ওই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ১০ টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সুবিধা বঞ্চিত শিশুদের বসিয়ে রাখা হয়।
একদিকে করোনার সংক্রমণের ঝুঁকি, অন্যদিকে প্রচণ্ড গরমের মধ্যে সুবিধা বঞ্চিত শিশুদের দীর্ঘ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দুপুর দেড়টার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের বক্তব্যে শেষ হয়। এরপর শুরু হয় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ।
কিন্তু ঘটে উল্টো ঘটনা। সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু হওয়ার সাথে সাথে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সভাস্থলে।
এসময় দেখা যায়, ঈদ উপহার বিতরণের জন্য যে সকল সুবিধা বঞ্চিত শিশুদের বসিয়ে রেখেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সে সকল সুবিধা বঞ্চিত শিশুরাই উপহার সামগ্রী পায়নি। উপহার সামগ্রী বিতরণ শুরু হওয়ার সাথে সাথে আশপাশে থাকা রিক্সাচালক, ছিন্নমূল ও পথচারীরা এসে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে। এসময় সুষ্ঠু বন্টনে ব্যর্থ হন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা। ফলে দীর্ঘ দুই ঘণ্টা অপেক্ষার পরও ঈদের উপহার সামগ্রী থেকে বঞ্চিত হন সুবিধা বঞ্চিতশিশুরা।
সুবিধা বঞ্চিত কয়েকজন শিশু বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের মধ্যে বসেছিলাম। অপেক্ষায় ছিলাম- ঈদের জন্য কিছু একটা উপহার পাবো। কিন্তু শেষ পর্যন্ত আমরা কিছুই পাইনি। শুধু শুধু কষ্ট করে রোদের মধ্যে অপেক্ষা করলাম।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.