বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের সঙ্গে ছিলেন না সাকিব। তবে শুধুমাত্র অবকাশ যাপন নয়, পবিত্র হজ পালন করবেন বলেও ছুটি নিয়েছিলেন তিনি।
সেই ছুটি কাটিয়ে দেশে ফিরে নিজের ব্যক্তিগত সমস্ত কাজ সম্পন্ন করে দ্বিতীয়বারের মতো পবিত্র হজ পালনে শুক্রবার (২ আগস্ট) রাত ১১ টায় ঢাকা ত্যাগ করেন সাকিব। সঙ্গে নিয়ে গেছেন গর্ভধারিণী মাকেও।
জানা গেছে, শুক্রবার রাত ১১টার ফ্লাইটে হজের উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব ও তার মা।
গত বছর সৌদি রাজ পরিবারের বিশেষ অতিথি ‘ভিআইপি’ হিসেবে হজ সম্পাদন করেছিলেন সাকিব। তবে এবার সাকিব নিজের মতই হজে গেছেন। আর এ কারণেই স্ত্রী ও কন্যাকে যুক্তরাষ্ট্রে রেখে একাই দেশে ফিরেছিলেন সাকিব।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.