বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : মাথা জোড়া লাগানো জমজ শিশু রাবেয়া ও রোকাইয়াকে উন্নত চিকিৎসার জন্য হাঙ্গেরি নিয়ে যাওয়া হচ্ছে আজ। এর আগে পরপর দুটি সফল অপারেশনে আলাদা করা হয় রাবেয়া-রোকেইয়ার প্রধান রক্তনালী। এবার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হচ্ছে। আজ (৪ জানুয়ারি) রাতে পরিবারের সঙ্গে একজন চিকিৎসকসহ বাচ্চা দুটিকে পাঠানো হচ্ছে হাঙ্গেরিতে। সেখানে উন্নত চিকিৎসার পর আবারো মাথা জোড়া লাগানো অবস্থাতেই দেশে ফিরিয়ে আনা হবে তাদের। এরপর প্রায় ৬ মাস পর বাংলাদেশেই শুরু হবে রাবেয়া-রোকাইয়ার মাথা আলাদা করার প্রক্রিয়া।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় শিশু দুটির চিকিৎসা শেষ পর্যন্ত চালিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে রাবেয়া-রোকাইয়ার বাবা-মায়ের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.