পরিক্রমা ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে শূন্যসহিষ্ণুতা নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক জনাব কাজী আল আমিন মহোদয়ের সার্বিক দিকনিদের্শনায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট এর সহকারী পরিচালক মোহাম্মদ আলী আককাস এর নেতৃত্বে একটি অপারেশনাল টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬/১১/২০২২খ্রিঃ তারিখ রাত ০৮:০০ ঘটিকায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজস্থ ঢাকা সিলেট মহাসড়কের পূর্ব পাশে^র্ জসিম হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে আসামী মোঃ কামাল হোসেন (৩২) এর নিজ দখল হতে মোট ৩৮ (আটত্রিশ) কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে গ্রেফতারপূর্বক পরিদর্শক জনাব মোঃ খায়রুল আলম বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামী হচ্ছে-
মোঃ কামাল হোসেন (৩২), পিতা-ছমরু মিয়া, মাতা- সামছুন্নাহার, সাং- চেচান, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ কামাল হোসেন (৩২) কে উক্ত গাঁজা সুনামগঞ্জ সদর থানার মোহনপুর এলাকার একজন পাইকারী মাদক কারবারির নিকট পৌঁছে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্যদের আটক করতে গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.