শামসুজ্জামান ডলার,মতলব উত্তর(চাঁদপুর)ঃ
শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি বলেছেন, শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জন হয়েছে। তবে এখনও সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়নি। কেননা, গতানুগতিক শিক্ষা দিয়ে আর চলবেনা এখন প্রয়োজন মানসন্মত শিক্ষা। তাই মানসন্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
শনিবার বিকালে মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন।
মন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্ম অনেক মেধাবী। তাদের বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলতে হবে। তারাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেবে।
ডা.দিপু মনি আরো বলেন, শিক্ষার মান বাড়াতে পরীক্ষা পদ্ধতি সহজ ও আকর্ষণীয় করা হচ্ছে। বইয়ের বোঝাও কমানো হবে।
উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব এড.রুহুল আমিন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জে.আর ওয়াদুদ টিপু, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত এম এ ওয়াদুদ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.