যথাযোগ্য মর্যাদায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩। এ উপলক্ষ্যে ১৭ মার্চ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গুলশানের সভাকক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা আয়োজন করা ও জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন মানেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নবোনার দিন, দেশকে এগিয়ে নেয়ার এক প্রত্যয়ের দিন। তিনি বঙ্গবন্ধুর জন্মদিনে তার পরিবারের সকলের জন্য শুভকামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মনিরুল ইসলাম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের কোঅর্র্ডিনেটর ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ।
ছাত্রবিষয়ক বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুল মতিনের সঞ্চালনায় এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান আহমেদ মাহবুব-উল-আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মাহাবুব আলম, আইন বিভাগের প্রধান মুহাম্মদ আজহারুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান শারমিনা জামান, ইইই বিভাগের প্রধান কে এম আকতারুজ্জামান-সহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্য কেক কাটা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.