পরিক্রমা ডেস্ক : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে "রমাদান : দি মানথ অব আল-কুরআন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল শনিবার ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।
স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ ওবায়দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া ও রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক প্রফেসর হাফেজ ড. এবিএম হিজবুল্লাহ।
ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমীনের সঞ্চালনায় আলোচনায় অন্যান্যদের মাঝে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, এমআইইউ এর খণ্ডকালীন শিক্ষক প্রফেসর ড. জোবায়ের মোহাম্মদ এহসানুল হক, বিশিষ্ট ইসলামিক আলোচক প্রফেসর ড. মীর মানজুর মাহমুদ, প্রফেসর ড. আনোয়ার হোসাইন মোল্লা ও সৌদি আরবের রিলিজিয়াস অ্যাটাসির প্রতিনিধি মাস'উদুর রহমান।
ইসলামিক স্টাডিস বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উক্ত সেমিনারে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.