মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মার্চ ২০২২ (শনিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের খেলার মাঠে স্প্রিং ২০২০ থেকে স্প্রিং ২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া নবাগত ছাত্র—ছাত্রীদের বরণ করে নিতে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক সদস্য প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ গেস্ট অব অনার ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য সাবেক সচিব ফজলুর রহমন, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ.টি.এম. ফজলুল হক, মানারাতের সাবেক ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, মো. এনামুল হক চৌধুরী এফসিএ, সাবেক ভিসি প্রফেসর ড. এম. উমার আলী, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর মফিজুর রহমান।
রেজিস্ট্রার ও সাবেক সচিব মো. মনিরুল ইসলামের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও নবীনবরণ ২০২২ অনুষ্ঠানের আহবায়ক হাফিজুল ইসলাম মিয়া, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন প্রফেসর এম. হারুন—উর—রশীদ, ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই আয়োজনের প্রশংসা করে ছাত্র—ছাত্রীদের উদ্দেশে বলেন, “এ সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের সদ্যবহারই তোমাদেরকে অবিষ্ট লক্ষ্যে পৌছে দিবে। তাই এক মুহূর্তও নষ্ট না করে শুধু পড় আর পড়। আর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা কর যে, আমি অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো। তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবে”
সিজিইডির কো’অর্ডিনেটর ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ ও সহকারী অধ্যাপক ড. সাবিহা সুলতানার উপস্থাপনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান আহমেদ মাহবুব—উল—আলম, সিএসই বিভাগের প্রধান মোহাম্মদ সাজ্জাদ হোসেইন, আইন বিভাগের প্রধান মুহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে এম আকতারুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান রোকেয়া সুলতানা, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, ইসলামিক স্টাডিস বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে মানারাত ইন্টারন্যাশনাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ জানান, ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র—ছাত্রীদেরকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করে যাচ্ছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে।’
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক। এছাড়া কৌতুক পরিবশেন করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবদুল গণি বিদ্যান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.