প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ণ
‘মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করছে সরকার’

সাধারণ মানুষ, কৃষক ও শ্রমিকের ভাগ্যোন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম মোহন।
রোববার (১৫ জানুয়ারি) সকালে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে, দুপুরে মতলব দক্ষিণে এবং বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্ৰি কলেজ মাঠে শীতার্তদের মাঝে প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে ৫ হাজার কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশ আমাদেরকে অনেক দিয়েছে। আমাদের এখন দেশের জন্য কাজ করা দরকার। প্রধানমন্ত্রী সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেন।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ হাতের কাছেই স্বাস্থ্যসেবা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিকে ৩০ প্রকার ওষুধ পাচ্ছে। দেশে ১৭ হাজার কমিউনিটি ক্লিনিক আছে এবং পর্যায়ক্রমে আরও বাড়ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। ৯৯ শতাংশ বাড়িতে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন আগে সারের জন্য কৃষককে গুলি খেতে হয়েছে। এখন সরকার বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক দিচ্ছে। এই সরকারের সময় কোথাও এক ছটাক সারের অভাব হয়নি। নিবন্ধিত জেলেদের মাঝে গবাদি পশু, সেলাই মেশিন ও বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের ভাতাসহ মাতৃত্বকালীন ভাতা ও বিভিন্ন ভাতা দিচ্ছে সরকার।
তিনি বলেন, শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন এবং অমূল পরিবর্তন হয়েছে। গ্রামের বিদ্যালয়গুলোতেও চার তলা ভবন করে দেয়া হয়েছে। ডিজিটাল ল্যাব এবং ফ্রিল্যান্সিং করার জন্য হাইটেক পার্ক করে দেয়া হচ্ছে। ইন্টারনেট ব্যবহার করে এবং অনলাইনে কাজ করে দেশের প্রত্যন্ত গ্রামের ৬ লাখ ছেলে-মেয়ে টাকা রোজগার করছে। পৃথিবীর ২৩২টি দেশের মধ্যে প্রায় ১৫শতাংশ ফ্রিল্যান্সার হচ্ছে বাংলাদেশের। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার এই ফ্রিল্যান্সার তৈরি করেছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ মঞ্জু, মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌর সভার প্রশাসক আল এমরান খান। আওয়ামী লীগের উপ কমিটির সদস্য কাজী মিজানুর রহমান ও আরিফ উল্যাহ সরকার।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ছেংগারচর পৌর সহায়ক সদস্য রেফায়েত উল্লাহ দর্জির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার জুয়েল সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন ফরাজী, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, পৌরসভার সহায়ক সদস্য যথাক্রমে শামীম সরকার, আলী নূর বেপারী, সহিদ উল্লাহ সরকার, রমা দত্ত, ঢালী কামরুজ্জামান হারুন, শাহ আলম সিদ্দিকী, মফিজুল ইসলাম মাহফুজ, বোরহান উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.