বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘পথ নাটক আন্দোলনসহ দেশের নাট্যাঙ্গনে তার অনন্য অবদান জাতি স্মরণে রাখবে।’
বুধবার (২৩ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শোকবার্তায় মান্না হীরার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মান্নান হীরা বুধবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মারা যান। তার ঘনিষ্ঠজনরা জানান, মান্নান হীরার হৃদযন্ত্রে আগে থেকে জটিলতা ছিল। বুধবার রাত সোয়া ৮টায় হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। এরপর কাকরাইলে ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.