বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে রাশিয়া। এমনটাই অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। মস্কোর পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন।
দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। কিন্তু এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম একদিন আগে খবর দিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে চায় রাশিয়া।
ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির এক শুনানিতে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা তাদের এই ধারনার কথা জানিয়েছেন।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় রাশিয়ার সঙ্গে গোপন সম্পর্কের কথা অস্বীকার করেছেন ট্রাম্প
মার্কিন কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে দাবি করে এসেছেন, রাশিয়া আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।
গত কয়েক বছর ধরে ওয়াশিংটন অভিযোগ করে এসেছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। ওই অভিযোগও প্রত্যাখ্যান করে এসেছে মস্কো।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.