বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ইরাকে দুইটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিবিসির খবরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, ইরাকে কমপক্ষে দুইটি মার্কিন বিমানঘাঁটিতে অসংখ্য মিসাইল হামলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান এক বিবৃতিতে বলেছেন, ইরাকের এরবিল ও আল-আসাদ বিমানঘাঁটিতে হামলা হয়েছে। এর প্রাথমিক ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা কাজ করছি।
অপর এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, ইরাকে মার্কিন স্থাপনায় হামলার বিষয়ে আমরা অবগত আছি। ইতোমধ্যেই প্রেসিডেন্টকে এ বিষয়টি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.