মধ্যপ্রাচ্যে অবস্থান মার্কিন সেনা কর্মকর্তাদের কফিনে ভরে আমেরিকায় নিতে হবে বলে জানিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বুঝতে পারবে তারা পরাজিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় লেবাননের রাজধানী ভৈরুতে এক টেলিভিশন ভাষণে হাজারো সমর্থকের উদ্দেশ্যে এসব কথা বলেছেন হাসান নাসরুল্লাহ। তিনি আরও বলেন, ইরানের জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়া শুধুমাত্র ইরানের দায়িত্ব নয়; এ দয়িত্ব পুরো প্রতিরোধকামী ফ্রন্টের।
হাসান নাসরুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার বাহিনীর অপরাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে তাদের ঘাঁটিগুলো, যুদ্ধজাহাজ এবং সেনা সদস্যদের ওপর হামলা। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা এই সন্ত্রাসী হামলার মাধ্যমে তারা পুরো মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
হিজবুল্লাহ মাহাসচিব বলেন, জেনারেল সোলায়মনি এবং ইরাকের মাহদি আল-মাহান্দিসকে হত্যা করে আমেরিকা শুধু ইরাক ও ইরানের জন্য নয় পুরো অঞ্চলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.