নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা সিরাজ (৬০) করোনায় আক্রান্ত। এছাড়া নড়াইলে গত ২৪ ঘণ্টায় দুই চিকিৎসকসহ আরও ৫ জন করোনা পজিটিভি। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সিভিল সার্জন ডা. আবদুল মোমেন বিষয়টি জানান।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নড়াইল আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান, লোহাগড়া উপজেলার কোলা গ্রামের ডা. রুবেল সরদার (নোয়াখালী থেকে আসা), দিঘলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম এবং কক্সবাজার থেকে নিজেদের বাড়ি আসার স্ত্রী রত্না করোনায় আক্রান্ত। তাদের নিজ বাসায় হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ নিয়ে জেলায় ১০ চিকিৎসক, ১৪ পুলিশ সদস্যসহ ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দু’ব্যক্তি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.