বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :
কিন্তু টি-২০ ক্রিকেটে বল করতে ভুলে যাননি তিনি। ষষ্ঠ আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে কুমিল্লার বিপক্ষে সেটাই দেখিয়ে দিলেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি। তিনি এবারের আসরের অন্যতম সেরা দল কুমিল্লার ইনিংসের শুরুটা শুধু নাড়িয়ে দেননি ভিত্তি তুলে এনেছেন। আর তাতে মাত্র ৬৩ রানে থেমেছে কুমিল্লার ইনিংস।
মাশরাফি একে একে তুলে নিয়েছেন কুমিল্লার টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে। শুরুতে ফিরিয়েছেন তামিম ইকবালকে। তার আউট দেখে মনে হয়েছে, বলে কয়ে মাশরাফি সাজঘরে ফেরালেন তামিমকে। এরপর ইমরুল কায়েসকে ক্যাচে পরিণত করেন রাইডার্স অধিনায়ক। সেই ফাড়া যেতে না যেতে ওপেনার এভিন লুইসকে ক্যাচে পরিণত করেন ক্যাপ্টেন ফ্যান্টাসি।
এরপর তুলে নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্টিভ স্মিথকে। কুমিল্লা ততক্ষণে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছে। প্রতিপক্ষের পাঁচ উইকেটের চারটিই নেন মাশরাফি বিন মর্তুজা। তার ৪ ওভারে তিনি দেন মাত্র ১১ রান। কুমিল্লার হয়ে সর্বোচ্চ রান করেন আগের ম্যাচে দারুণ এক ইনিংস খেলে ম্যাচ জেতানো শহীন আফ্রিদি। তিনি ২৫ রান করেন। আর কেউ ১০ রানের কোটা যেতে পারেননি। রংপুরের এই বোলিং টোপে মাত্র ১৬.২ ওভারে অলআউট হয়ে যায় কুমিল্লা।
রংপুরের হয়ে নাজমুল ইসলাম দখলে নেন ৩টি উইকেট। তিনি একটি করে উইকেট নিয়েছেন আর এবারের বিপিএলে তার নতুন উদযাপন দিয়ে দর্শকদের নজর কেড়েছেন। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আউট করে তির ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেছেন এই স্পিনার। এছাড়া কুমিল্লার দুই উইকেট তুলে নেন শাফিউল ইসলাম। স্থানীয় বোলার দিয়ে রংপুর ব্যাটিং শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছে কুমিল্লার।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.