বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : মাসুদ রানা সিরিজের দুই ছবি ‘মাসুদ রানা’ ও ‘এমআর৯’-এ ভিলেন হিসেবে দেখা যাবে তাসকিন রহমানকে। আলোচিত ছবি 'ঢাকা অ্যাটাক'-এ ভিলেন হিসেবে নজর কেড়েছিলেন নীলচোখের এই ভিলেন। এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি।
তাসকিন বলেন, শুটিং শুরু আগেই সিনেমাটি ব্যাপক আলোচনায় রয়েছে। তাই এতে কাজ করার সুযোগ পাওয়াটা আনন্দের। নির্মাতার সঙ্গে আলাপ হয়েছে। যদি তিনি আমাকে নিয়ে কাজ করেন তাহলে আমি অবশ্যই কাজ করব।
সৈকত নাসিরের 'মাসুদ রানা’ সিনেমাটির শুটিং শুরু হবে ১৫ এপ্রিল থেকে। মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা’র বিজয়ী রাসেল রানা। মাসুদ রানার বাকি ছবিটির পরিচালক হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের পরিচালক আসিফ আকবরকে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.