একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সুষমা স্বরাজকে তার বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে দু’দেশের জনগণের স্বার্থে তারা কাজ করে যাবেন বলেও আশা প্রকাশ করেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মঙ্গলবার এক বার্তায় সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, মাহমুদ আলীর সঙ্গে ভবিষ্যতেও একসঙ্গে দু’দেশের জন্য কাজ করে যাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.