কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ৯ বছর পর অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল শেষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে সভাপতি ও গোলাম সারওয়ার চিনুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া তথ্য ও গবেষণা সম্পাদক পদে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুল হাসানের নাম ঘোষণা করা হয়।
ইঞ্জিনিয়ার কামরুল উপজেলার টনকী গ্রামের মরহুম আলহাজ্ব মোঃ আবদুল ওয়াহেদ সরকার চেয়ারম্যানের মেজো ছেলে।
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
স্থানীয় সংসদ সদস্য জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন, এফসিএ এর সভাপতিত্বে সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কুমিল্লার হোমনা আসনের সংসদ সদস্য সেলিনা আহমদ মেরী।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.