শামসুজ্জামান ডলারঃ দেশের অন্যতম বাঁধ মতলবের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বন্যা নিয়ন্ত্রণ বেড়ীবাঁধ। এ বাঁধ হওয়ায় প্রকল্পের মানুষ আর্থসামাজিক উন্নয়ন ও রাস্তা ঘাট, স্কুল, কলেজ,মসজিদ - মাদ্রাসা সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ধান, ফলমূল ও বিভিন্ন প্রজাতির গাছ দৃশ্য মান। প্রকল্পের বিভিন্ন উন্নয়নও দৃশ্যমান কিন্তু বর্ষা মৌসুম এলে প্রকল্পের মানুষের ঘুম হারাম হয়ে যায়। কারন বাঁধের প্রায় অনেক স্হানে ঝুঁকি রয়েছে। ঝুকিপূর্ন এলাকা গুলি হচ্ছে টরকী, ঠেটালীয়া, সিপাই কান্দি, গাজীপুর, চরমাছুয়া, জনতা বাজার, জহিরাবাদ, একলাশপুর ও ষাটনল। এ এলাকা গুলি চাঁদপুর ২ - আসনের সংসদ আলহাজ্ব এ্যাড মোঃ নুরুল আমিন রুহুল এমপি সরজমিন পরিদর্শন পূর্বক ব্যবস্হা নেন । ইতি মধ্যে কয়েকটি স্হানে কাজ শুরু হয়েছে। ঠেটালীয়া, সিপাই কান্দি, গাজিপুর, জনতা বাজার ও আমিরাবাদ এলাকায় কাজ চলছে।
২৪ জুন সকাল ১১ টায় ধনাগোদা নদীর মতলব উত্তর উপজেলার গাজীপুর গ্রাম এলাকায় বেড়ীবাঁধ রক্ষায় ১৭৫ কেজি ওজনের বালি বর্তি জিও ব্যাগ ৬৯৫৯ বস্তা, ৭৫ কেজি ওজনের ছোট বালির ব্যাগ ৫৪৭৩ বস্তা নদীতে নিক্ষেপ করা হয়। এর প্রাক্কলিত ব্যয় ২৮ লক্ষ টাকা। জিও ব্যাগ নদীতে নিক্ষেপ উদ্বোধন ঘোষণা করেন সাবেক ছাত্র নেতা ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড মোঃ নুরুল আমিন রুহুল এমপি। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপ- বিভাগীয় প্রকৌশলী আতিকুল ইসলাম, পানি ব্যবস্হাপনা ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, এসও সালাউদ্দিন গন্যমান্য ব্যক্তি মোঃ বাবুল মিয়াজী, মোঃ মহব্বর প্রধান।
এ সময় এ্যাড মোঃ নুরুল আমিন রুহুল এমপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মতলবের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের টেকসই উন্নয়নের বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন এই মেঘনা ধনাগোদা বাঁধ রক্ষায় এবং আধুনিক রক্ষণাবেক্ষণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।
এমপি নুরুল আমিন রুহুল আরো বলেন, যে কোন মূল্যে মতলবের মেঘনা ধনাগোদা বাঁধকে টিকিয়ে রাখতে সব ধরনের ব্যবস্থাই নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.