বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : দিনটা লিওনেল মেসির জন্য একটু স্পেশালই ছিল। কেননা এই ম্যাচ দিয়ে বার্সার জার্সিতে নিজের ৭০০তম ম্যাচ খেলতে নামেন আর্জেন্টাইন সুপারস্টার। দারুণ এই মাইলফলকের রাতটা আরও স্মরণীয় করে রাখলেন বল পায়ে দ্যুতি ছড়িয়ে।
বুধবার (২৭ নভেম্বর) রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মেসি ঝলকানিতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে নিজেদের গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করল কাতালান ক্লাবটি। এখন পর্যন্ত ৫ ম্যাচে অংশ নিয়ে ১১ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। দুইয়ে থাবা ইন্টারের অর্জন ৭ পয়েন্ট।
রাতটা মেসিরই ছিল। এক গোল করেন আর সতীর্থদের দিয়ে করান বাকি দুই গোল। ম্যাচের ২৯তম মিনিটে লুইস সুয়ারেজের গোলে লিড নেয় বার্সা। ৩৩তম মিনিটে মেসির গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।
এরপর ৬৭তম মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যান স্কোরলাইন ৩-০ করেন। যদিও শেষ দিকে এক গোল শোধ করে বরুশিয়া। ৭৭তম মিনিটে সানসোর গোল বরুশিয়া সান্ত্বনা এনে দেয়। তাতে অবশ্য হার এড়ানো যায়নি। নির্ধারিত সময় পর ঠিকই ৩-১ গোলের পরাজয় নিয়ে জার্মানের বিমান ধরতে হয়েছে বুন্দেসলিগার ক্লাবটিকে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.