সারাবিশ্বকে কাঁদিয়ে গত ২৫ নভেম্বর চলে গেলেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা।
তবে তিনি চলে গেলেও এখনও শেষ হয়নি তাকে নিয়ে আলোচনা। তার উত্তরসূরি কারা? সম্পত্তির ভাগ কে কত পাবে, এসব আলোচনা যেন চলছে প্রতিনিয়ত।
তবে এখন প্রকাশ্যে এসেছে ম্যারাডোনার শেষ ইচ্ছা নিয়ে লেখা চিঠি। সামনে আসার পর সেখান থেকে মিলেছে বিস্ফোরক তথ্য। গত ১৩ অক্টোবর একটি চিঠিতে নিজের শেষ ইচ্ছা লিখে সই করে গিয়েছিলেন ম্যারাডোনা।
ম্যারাডোনা সেই চিঠিতে লিখেছেন, গভীরভাবে চিন্তা করার পর আমার শেষ ইচ্ছা এটাই ঠিক করেছি যে আমার দেহ সংরক্ষণ করা হোক। আর হ্যাঁ, সেখানেই রাখা হোক আমার সব ট্রফি ও ব্যক্তিগত জিনিস। মানুষ এসে সেখানেই তাদের ভালোবাসা জানিয়ে যাক।
ম্যারাডোনার আইনজীবী মারিয়ো বাউড্রি বেল্লা ভিস্তার সমাধি থেকে ম্যারাডোনার দেহ তুলে আনার ভাবনার কথা জানিয়েছেন।
এ বিষয়ে তিনি বলেন, এমন কোথাও ম্যারাডোনার সমাধি করা হোক যেখানে সব ভক্তরা আসতে পারবেন। এই ভাবনা ম্যারাডোনা তার ভাইদের সঙ্গেও আলোচনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.