ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে এক নারী ও তিনজনকে আটক করার তথ্য দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৩ জানুয়ারি) রাতে ময়মনসিংহের র্যাব-১৪, সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌফিকুল আলম এবং র্যাবের ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর শিবলি সাদিকের নেতৃত্বে যৌথ দল তাদের আটক করে।
র্যাবের এএসপি তৌফিকুল আলম প্রাথমিকভাবে বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনে করে এই চারজন বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে নামেন। এ ব্যাপারে আগেই তথ্য ছিল র্যাবের কাছে। ফলে র্যাব সদস্যরা সেখানে ওত পেতে ছিল। রাত ৮টার দিকে তাদেরকে প্ল্যাটফর্ম থেকে আটক করা হয়।
এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.