ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসন থেকে একাদশ সংসাদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে পুলিশের ওপর হামলা ও মারপিটের মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মিন্টু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর।
সোমবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল জানান, রোববার (৩০ ডিসেম্বর) নির্বাচনের দিন সকালে ফুলবাড়িয়া উপজেলার তেলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.