প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৩, ৯:২৯ পূর্বাহ্ণ
ময়মনসিংহ ৯ আ. লীগের বিভক্তিতে মনোনয়ন দৌড়ে এগিয়ে অ্যাডভোকেট রফিক

‘ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ চারটি বলয়ে বিভক্ত। এ বিভক্তির ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সঠিক প্রার্থী বাছাই না করতে পারলে আসনটি ধরে রাখা আওয়ামী লীগের জন্য কষ্টকর হবে। এ অবস্থায় আমাকে মনোনয়ন দিলে সব বিভক্তি দূর হয়ে যাবে এবং নেতাকর্মীরা আমার সঙ্গে একাট্টা হয়ে কাজ করবে।’ এ ধরনের আশাবাদ ব্যক্ত করেন নান্দাইল আসনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র নেওয়া কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।
মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের সমাজসেবক ও মরহুম মোহাম্মদ মিয়া হোসেনের ছেলে। তিনি কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি। রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও জহুরুল হল শাখা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.