রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদে একটি টিনশেড বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ তিনজন হলেন—মোহাম্মদ রাজু, মো. শাহজাহান ও মো. জয়নাল।
আলমগীর নামে এক উদ্ধারকারী বলেন, সায়েদাবাদ ৫৫ নম্বর করাতিটোলা ৭৩/২ নম্বর সাহেব আলীর টিনসেড বাসায় আগুন লাগে। পরে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে আমাদের ধারণা।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, আগুনে রাজুর ১৭ শতাংশ, শাহজাহানের ৪৬ শতাংশ ও জয়নালের ৩৫ শতাংশ শরীর পুড়ে গেছে। তাদেরকে আইসিওতে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.