জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছে যাত্রাবাড়ী থানার ৪৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার দুপুরে ঢাকা ৫ আসনের আওতাধীন যাত্রাবাড়ী থানার চৌরাস্তা সংলগ্ন পার্কে ৪৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ এই কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।
এসময় তিন শতাধিক অসহায় মেহনতি এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করেন আয়োজকরা। সভায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন উজ্জ্বল এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সদস্য সচিব মোশাররফ হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.