যাত্রাবাড়ী-ডেমরায় স্বেচ্ছাসেবক লীগের শাড়ি-লুঙ্গি বিতরণ
রাজধানীর যাত্রাবাড়ীতে নিম্নআয়ের এক হাজার পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।
সোমবার (১০ মে) ডেমরা থানা ও আংশিক যাত্রাবাড়ী থানার অন্তর্ভুক্ত ৬৪ নম্বর ওয়ার্ডের মান্নান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
বিতরণ অনুষ্ঠানে কামরুল হাসান রিপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার হিসেবে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এর আগে প্রায় সাত হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার দিয়েছি। আমাদের লক্ষ্য এই ঈদুল ফিতরে আমরা ১০ হাজার অসহায় পরিবারের ঘরে ঈদ উপহার পৌঁছে দেব।
অনুষ্ঠানে ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিফাত সাদেকিন চপলসহ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.