রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা প্রেসক্লাব আয়োজিত ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি, শনিবার দনিয়া বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের সাবির্ ক সহযোগিতায় নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল রানা ও সাঙ্গগঠনিক সম্পাদক ইকবাল হাসান হৃদয়ের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু।
বিশেষ অতিথি ছিলেন ডিএমপি ওয়ারি বিভাগের এডিসি দীন মোহাম্মদ, যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, যাত্রাবাড়ি থানা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা আব্দুর রব হাওলাদার, ডেমরা প্রেসক্লাব সভাপতি নজ্রুল ইসলাম চৌধুরি, জুরাইন প্রেসক্লাব সভাপতি সাহেল আহমেদ সোহেল, কদমতলী থানা প্রেসক্লাব সভাপতি এস এইচ শিবলী,এস এ আবুবকর সিদ্দিক সিনিয়র সহ-সভাপতি যাত্রাবাড়ী থানা ছাত্রলীগ প্রমূখ।
এ ছাড়াও যাত্রাবাড়ি থানার অন্তর্গত সকল কাউন্সিলরগণ, মহিলা কাউন্সিলরগণসহ প্রেসক্লাবের সাংবাদিকগণ এতে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে এবং মাদক মুক্ত করতে হলে পরিবার থেকে ছেলেমেয়েদের প্রতি সতর্ক দৃষ্টি রাকগতে হবে। অন্যান্য বক্তারাও তাঁদের উপদেশ মুলক মূলয়বান বক্তব্য তুলে ধরেন।
এডিসি মোহাম্মদ দীন ইসলাম বলেন, মাদক-সন্ত্রাস-চান্দাবাজ কখনো সাংবাদিক হয় না। সাংবাদিক সমাজের দর্পন স্বরূপ।
বিকেল ৪টায় শুরু হয়ে অনুষ্ঠানটির প্রথমাংশে ছিলো আলোচনা। দ্বিতীয়াংশে গুণীজন সম্বর্ধনা শেষে মাহামুদ হাসানের পরিচালনায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.