বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার চলমান উত্তাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বাকযুদ্ধের পাশাপাশি চলছে পাল্টাপাল্টি হামলার হুঙ্কারও। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে সক্রিয় থাকা একটি বড় ধরনের মার্কিন গুপ্তচর নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার দাবি করেছে দেশটির গোয়েন্দারা। আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছে, মার্কিন কেন্দ্রীয় সংস্থা সিআইএ’র একটি বিশাল নেটওয়ার্ককে বানচাল করে দিয়েছেন ইরানি গোয়েন্দারা।
মন্ত্রণালয়ের গুপ্তচর-বিরোধী বিভাগের পরিচালক জানান, তার বিভাগ এমন উন্নত কিছু ব্যবস্থা গ্রহণ করেছে যার কারণে যেকোনো গুপ্তচর নেটওয়ার্ককে চিহ্নিত ও বানচাল করা সম্ভব।
সম্প্রতি ইরান আরও জানিয়েছে, পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজকে খুব সহজেই হামলার লক্ষ্যবস্তু বানাতে পারবে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর পার্লামেন্ট সম্পর্ক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ সালেহ জোকার বলেছেন, ‘এমনকি আমাদের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সহজেই পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজে হামলা করতে পারবে।’
তিনি বলেন, ‘আমেরিকা নতুন যুদ্ধের ব্যয় বহন করতে পারবে না এবং দেশটি মানবশক্তি ও সামাজিক পরিস্থিতির দিক থাকে বাজে অবস্থায় রয়েছে।’
এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দল রহিম মৌসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘শত্রুরা যদি ভুল হিসেব করে এবং কৌশলগত ভুল করে তাহলে তারা এমন জবাব পাবে যে তাদেরকে অনুশোচনা করতে হবে।’
উল্লেখ্য, গত মাসে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে সৌদি ট্যাংকারে গুপ্ত হামলার জের ধরে বাগদাদ থেকে কিছু কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.