বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ইতালিতে কভিড-১৯ করোনাভাইরাসে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। লকডাউন করেও কোনো ক্রমেই করোনা ঠেকাতে পারছে না তারা। নিরুপায় হয়ে এবার যুক্তরাষ্ট্রের সামিরক বাহিনীর সাহায্য চেয়েছে ইতালি সরকার। করোনা ঠেকাতে বেশ কয়েকদিন আগেই মাঠে নেমেছে ইতালির সামরিক বাহিনী। তাদের সঙ্গে কাজ করতে মার্কিন সামরিক বাহিনীকেও পাশে চায় তারা।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারের কাছে করোনার বিরুদ্ধে যুদ্ধে সরাসরি সামরিক সাহায্য চেয়েছে ইতালি। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের কাছে ইতালি মাস্ক ও ভেন্টিলেটরও চেয়েছে।
ইতালিতে এ পর্যন্ত ৬০ হাজার ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে এবং ৫ হাজারের বেশি মানুষ মারা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.