কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যুবলীগের প্রতিটি ইউনিটির নেতাকর্মীদের মানবিক সেবায় সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, যুবলীগ একটি সুসংগঠিত রাজনৈতিক দল। এই দলের নেতাকর্মীরা সব সময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে। এই কাজের ধারাবাহিকতা ধরে রাখতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি ইউনিটির নেতাকর্মীদের মানবিক সেবায় আত্মনিয়োগ করতে হবে।
রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর যুবলীগের আয়োজনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, দুর্নীতিমুক্ত দেশ গড়ার কঠোর অবস্থানে রয়েছে। তিনি কাউকেই ছাড় দেননি। বঙ্গবন্ধুকন্যার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য যুবলীগ সব সময় ঐক্যবদ্ধ। কোনো ধরনের অপকর্মের সাথে যুক্ত থাকলে তাকে যুবলীগের স্থান দেয়া হবে না। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নেতৃত্বে সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক-দুর্নীতিমুক্ত মানবিক যুব সমাজ গড়বো এটাই আমাদের অঙ্গীকার।
এ সময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ বিভিন্ন ইউনিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ১০ই নভেম্বর শহীদ নুর হোসেন দিবস ও ১১ই নভেম্বর আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ধিত সভায় গুরুত্ব পায়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.