পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মতলব উত্তর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা যুবলীগ নেতা মোঃ হারুনূর রশিদ এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা
সম্প্রতি ঈদ আলোচনায় তিনি বলেন, বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে ঈদ-উল-আযহা I তাই আমি প্রথমেই মতলব উত্তর উপজেলার সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন I ঈদ মোবারক.....করোনার এই মহামারীর সকল আধার কাটিয়ে এই দিনটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি | ঈদু-উল-আযহার ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আসুন আমরা দেশ ও জাতির কল্যাণে নিজেকে আত্ননিয়োগ করি I
এই পবিত্র দিনে বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি।
আর মতলববাসীর কাছে আমার আকুল আবেদন আমার জন্য মহান আল্লাহ তা'আলার নিকট আপনারা দোয়া প্রার্থনা করবেন I আমি যেন আবার সুস্থ শরীরে আপনাদের মাঝে ফিরে আসতে পারি| সর্বোপরি সবার সুস্থতা কামনা করছি I সবাই নিরাপদ দুরত্ব বজায় রেখে শান্তিপূর্ণভাবে ঈদ পালন করবেন I সবাইকে জানাই আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা I ঈদ মোবারক I
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.