বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ১৯৯১ সালের ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময় মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ছিলেন মিয়ানমারে গৃহবন্দি। ২৯ বছর পর ঠিক ওই তারিখে কার্যত আইসিজের কাঠগড়ায় ছিলেন সুচি। আইসিজের আদালতকক্ষে বাদী ও বিবাদী—দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে যুক্তিতর্ক উপস্থাপন করতে হয়। মিয়ানমারের পক্ষে এজেন্ট হিসেবে সু চি গতকাল আইসিজের আদালতকক্ষে যে চেয়ারটিতে বসে ছিলেন এর পাশে দাঁড়িয়েই গাম্বিয়ার আইনজীবীদল এক এক করে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন-নিপীড়নের বর্ণনা দিয়েছে।
জেনোসাইডের মতো অত্যন্ত গুরুতর অভিযোগে মামলা। তবু বিচারের জন্য নেপিডো ছাড়ার সময় হাস্যোজ্জ্বল ছবি তুলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি। তিন দিন পর গতকাল মঙ্গলবার হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজ, সংক্ষেপে আইসিজে) মামলার শুনানির সময় সেই হাসির লেশমাত্র দেখা মিলল না সু চির মুখে, বরং শুনানির পুরোটা সময়েই ছিলেন ভাবলেশহীন। নির্লিপ্ত দৃষ্টি ছিল তাঁর। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে পাথরের মূর্তির মতো বসে ছিলেন সু চি। সেখানে তাকে তুলাধোনা করেছেন গাম্বিয়ার আইনজীবীরা।
আইনজীবীদল তথ্য-প্রমাণসহ বলেছে, এই সেই মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও বিবাদীদলের এজেন্ট, যাঁর দপ্তরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রোহিঙ্গা ধর্ষণের অভিযোগকে মিথ্যা বলে আখ্যায়িত করা হয়েছে। তাঁর দপ্তর ‘ফেক রেপ’ (ভুয়া ধর্ষণ) নামে একটি ফেসবুক পেজ খুলেছিল। এই সেই এজেন্ট, যিনি সব সময় বলেছেন যে কোনো অন্যায় হয়নি।
মানবাধিকার সংগঠন ফোরটিফাই রাইটসের সহপ্রতিষ্ঠাতা ম্যাথু স্মিথ টুইট বার্তায় সু চির একটি ছবি প্রকাশ করেছেন, ‘গাম্বিয়ার আইনজীবীদলের মুখে রোহিঙ্গাদের ব্যাপক হারে হত্যাযজ্ঞ, ধারাবাহিকভাবে ধর্ষণ ও জেনোসাইডের অন্যান্য অপরাধ সংঘটিত হওয়ার বর্ণনা আইসিজেতে বসে অং সান সু চি শুনছেন। এ দৃশ্য দেখা অবশ্যই অসাধারণ।’
নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাটাম হাউসের আন্তর্জাতিক আইন বিষয়ক অ্যাসোসিয়েট ফেলো উইম মুলার টুইট বার্তায় লিখেছেন, ‘গাম্বিয়ার আইনজীবীরা সরাসরি সু চিকে লক্ষ্য করে কথা বলতে লজ্জা পাননি। গাম্বিয়ার আইনজীবীদলের সদস্য ফিলিপ স্যান্ডস শুনানিতে সু চির একসময়ে বক্তব্য তুলে ধরেছেন, যেখানে সু চি বলেছিলেন—প্রত্যেক মানুষ সম্মান ও গুরুত্ব পাওয়ার প্রত্যাশা রাখে।’
মিয়ানমারের সরকারপ্রধান সু চি ও তাঁর আইনজীবীদল গতকাল হেগের আদালতে আসে গাড়িবহর নিয়ে। গাড়ির সামনে দুটি মোটরসাইকেলে ছিল দুজন পুলিশ। নেদারল্যান্ডস ও কানাডা গত সোমবার রাতে এক যৌথ বিবৃতিতে আইসিজেতে মিয়ানমারকে জবাবদিহির মুখোমুখি করতে গাম্বিয়ার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। গতকাল শুনানির পর আদালতের আশপাশে রোহিঙ্গারা বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া ও নেদারল্যান্ডসের পক্ষে স্লোগান দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.