বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হোয়াইট হাউসের ক্ষমতা দখল নিয়ে ট্রাম্প-বাইডেনের মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এখনো ডনাল্ড ট্রাম্প বা জো বাইডেন, জিততে পারেন যে কেউ। কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফলের ওপর ঝুলে আছে তাদের ভাগ্য।
ফ্লোরিডা, ওহাইয়ো এবং টেক্সাসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে– কিন্তু আরো চার বছরের জন্য প্রেসিডেন্ট হতে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জয় পেতে হবে তার।
জয়ের জন্য জো বাইডেনের সামনে একাধিক পথ খোলা থাকলেও কোনোটিই নিশ্চিত নয়। যেসব গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ফল এখনো ঘোষণা করা হয়নি:
অ্যারিজোনা: ঐতিহাসিকভাবে রিপাবলিকান হলেও এবছরে অন্যতম ব্যাটল গ্রাউন্ড এই রাজ্য। এখন পর্যন্ত ৮৬% ভোট গণনা হওয়া এই রাজ্যে বাইডেন এগিয়ে রয়েছে। কিছু মার্কিন সংবাদ সংস্থা এরই মধ্যে দাবি করছে যে এই রাজ্যে বাইডেন জিতেছেন।
জর্জিয়া: ঐতিহাসিকভাবে আরেকটি রিপাবলিকান রাজ্য যেখানে এবার কঠিন লড়াই হচ্ছে। এখন পর্যন্ত অল্প ব্যবধানে ট্রাম্প এগিয়ে রয়েছেন, তবে আটলান্টা ও সংলগ্ন এলাকার ব্যালট এখনো গণনা করা হচ্ছে।
নর্থ ক্যারোলাইনা: সুইং স্টেটটির ৯৫% ভোট গণনা করা হয়েছে, যার মধ্যে ৫০.১% ভোট পেয়ে ট্রাম্প এগিয়ে আছেন আর বাইডেনের ভোট ৪৮.৭%।
নেভাডা: এই রাজ্যে অপ্রত্যাশিতভাবে কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়েছেন বাইডেন। এখন পর্যন্ত সামান্য ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
পেনসিলভানিয়া: ২০টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে অন্যতম প্রধান ব্যাটল গ্রাউন্ড এই রাজ্য। ট্রাম্প বেশ বড় ব্যবধানে এগিয়ে থাকলেও বিপুল পরিমাণ মেইল ইন ব্যালট এখনো গণনা করা বাকি। শুক্রবারের আগে তাই ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনাও কম। এই রাজ্যের ফলাফলের বিরুদ্ধে রিপাবলিকানরা আইনি চ্যালেঞ্জ জানাতে পারে।
অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয় পেয়েছেন সুইং স্টেট হিসেবে পরিচিত উইসকনসিন অঙ্গরাজ্যে। এ রাজ্যের ১০টি ইলেকটোরাল কলেজের ভোট পড়েছে তার ঝুলিতে। এ নিয়ে ২৪৮টি ইলেকটোরাল কলেজের দখল নিলেন তিনি। জয়ের জন্য প্রয়োজন ২৭০টি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.