[caption id="attachment_51747" align="aligncenter" width="2560"]
-অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ[/caption]
পরিক্রমা ডেস্ক : ১৫ মে বুধবার জেলা শিল্পকলা একাডেমি, রংপুরে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজন করে রংপুর বিভাগে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের। রংপুর বিভাগের ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৭০০ জন কৃতী ছাত্র-ছাত্রীদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মো: আবু জাফর। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হলে ছাত্র-ছাত্রীকে সেভাবে গড়ে তুলতে হবে।
[caption id="attachment_51749" align="aligncenter" width="2560"] -দিনাজপুর বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা গ্রহণ করছেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর-এর অধ্যক্ষ প্রফেসর ড. কে, এম, জালাল উদ্দিন আকবর[/caption]
প্রধান অতিথি বলেন- লেখাপড়া শুধু সার্টিফিকেট এর মধ্যে সীমাবদ্ধ নয়; পাশাপাশি শিক্ষার্থীদেরকে দক্ষতা বৃদ্ধি করতে হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- তিস্তা ইউনিভার্সিটি, রংপুর এর সম্মানিত বোর্ড অব ট্রাস্টি জনাব মো: আশরাফুল আলম আল-আমিন।
[caption id="attachment_51748" align="aligncenter" width="2560"] -অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ[/caption]
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা; পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এর অধ্যক্ষ প্রফেসর ড. কে, এম, জালাল উদ্দিন আকবর; দুর্নীতি দমন কমিশন, রংপুর বিভাগীয় কার্যালয় এর পরিচালক জনাব মো: তালেবুর রহমান; প্রাইমএশিয়া ইউনিভার্সিটির চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুস সালাম মণ্ডল; ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সহযোগী অধ্যাপক ড: মো: রিয়াদ তানসেন; রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক জনাব হাসান মাহবুব আখতার; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়-এর অতিরিক্ত পরিচালক জনাব মো. আলী আসলাম হোসেন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর বিভাগীয় কার্যালয়-এর সহকারী পরিচালক জনাব কাজী নজমুজ্জামান।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয় পরিক্রমা কর্তৃক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় । এসময় দিনাজপুর শিক্ষাবোর্ড এর শ্রেষ্ঠ তিন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.