বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনীর টিলা পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮৮ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় এই আগুনের সুত্রপাত ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনার দুই ঘন্টা পর রাঙামাটি, কাউখালী ও কাপ্তাইয় ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে অংশ নেয়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করি। ৬টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের ঘটনায় ৮৮টি কাঁচাঘর পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০-৯০ লক্ষ টাকা।
এদিকে আগুনের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এবং পুলিশ সুপার আলমগীর কবীর।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.