বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল মোড়ে দুই প্রাইভেটকারের সংঘর্ষে ফুলবিবি (৫৫) নামে এক নারী নিহত ও একই পরিবারের ছয়জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ফুলবিবিকে সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, তাঁদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। নিহত ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য তারা সপরিবারে সাতজন ঢাকায় আসেন। এরপর উবার প্রাইভেটকারে করে ধানমন্ডি একটি হাসপাতালে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন তারা।
এলিফ্যান্ট রোড বাটার সিগন্যাল মোড়ে ভাড়ায় চালিত যাত্রীবাহী উবার প্রাইভেটকারে অন্য একটি প্রাইভেটকার মাঝামাঝি বরাবর ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী প্রাইভেটকারটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
যে প্রাইভেটকারটি ধাক্কা দিয়েছিল তার চালককে আটক করেছে পুলিশ। এছাড়া দু’টি প্রাইভেটকারই জব্দ করে থানায় রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.