গত ২৯ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২২:০৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন রাইসা বাজার মোড়স্থ ১/২ নবাবপুর রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। মোঃ বেলায়েত হোসেন (৩৫) ও ২। মোঃ মাহবুব (২৭) বলে জানা যায়। এ সময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি ছুরি, ০২টি মোবাইল ফোন ও নগদ- ৪০০/-(চারশত) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.