বিশ্ববিদ্যালয় পরিক্রমা : বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকার সাত রাস্তায় গার্মেন্ট শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। ভবেসময় তারা বিক্ষোভ করতে থাকেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছিল।
আজ বৃহস্পতিবার সকাল থেকে কর্মীরা সমবেত থাকে। এসময় তারা কাজে যোগ না দিয়ে পূর্বের পাওনা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করতে শুরু করে। এরই এক পর্যায়ে সাতরাস্তা অবরোধ করে রাখে। ফলে মগবাজার থেকে মহাখালীগামী অসংখ্য যানবাহন আটকে পড়ে। কারওয়ান বাজারথেকে তেজগাঁও হয়ে গুলশান এলাকায় যাওয়া অফিসগামী মানুষজন আটকা পড়ে।
জানা গেছে, তেজগাওঁয়ে নাসা মেইনল্যান্ড নামের একটি পোশাক প্রস্তুত কম্পানি কর্মীদের বেশ কয়েক মাসের বেতন বাকি রেখেছে। যার কারণে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বৃহস্পতিবার সকাল থেকে জড়ো হয়ে তারা বিক্ষোভ করতে শুরু করে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.