জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের বড় মামা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি’র জ্যেষ্ঠ সদস্য, পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটি’র সভাপতি (মন্ত্রী পদ মর্যার্দা) বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির রোগমুক্তি কামনায় মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করেছে বাংলাদেশ যুবলীগ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যাগে বাদ আছর হাইকোর্ট মাজার মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন যুবলীগের সাধারণ সম্পাদক মো.মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া সাবেক প্রেসিডিয়াম সদস্য এ্যাড.বেলাল হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক এ্যাড.মামুনুর রশিদ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মী অংশ নেন।
অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যাগে বাদ আসর মিরপুর হযরত শাহ আলী বোগদাদী (রা:) মাজার মসজিদ প্রাঙ্গনে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হয়। এতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ কেন্দ্রীয়, মহানগর নেতারা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.