বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ইভিএম প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নতুন প্রযুক্তিকে ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। বিএনপির অভিযোগ ঢাকাবাসী গ্রহণ করবে না। কারণ ঢাকাবাসী ঢাকার সেবক নির্বাচন করতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে,
সোমবার (২০ জানুয়ারি) দপুর ২টায় রাজধানীর নির্বাচনী প্রচারণার সময় গণমাধ্যমকে এ কথা বলেন তাপস।
নিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, এটা বিএনপির নিছক একটা অভিযোগ। বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করা যায়, তাই তারা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচনে অংশ নেওয়া নয়, ঢাকার উন্নয়ন নয়, তাদের নেত্রীকে মুক্ত করা। এমনকি তারা নিজেরাই বলেছে, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে আসা।
তিনি বলেন, ঢাকাবাসী আমাকে নির্বাচিত করলে আমি তাদের সেবক হয়ে কা
জ করবো। ঢাকাকে একটি সবুজ-শ্যামল নগর হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে ঢাকা তার ঐহিত্য ফিরে পাবে। এছাড়া নগরবাসীকে যানজটমুক্ত একটি শহর দিতে চাই।
এসময় স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.