বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : দুর্নীতি মামলার দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একমাস পর আজ (শনিবার) বিকেলে তার পরিবারের সদস্যরা স্বাক্ষাৎ করার কথা ছিল। তবে অনিবার্য কারণ বশত খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ স্থগিত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাক্ষাতের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর কারা মহাপরিদর্শক ও কেন্দ্রীয় কারাগারের জেল সুপার বরাবর খালেদার সঙ্গে সাক্ষাৎ এর অনুমতি চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা।
সর্বশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার পরিবারের কয়েকজন আত্মীয়-স্বজন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.