রংপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে তিনি রংপুরের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সে সময় পিক আপ থেকে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিক আপ ব্রেক কষলে তিনি পড়ে যান। চিকিৎসকরা বলছেন, তার সুগারের মাত্রা কমে গিয়েছিল। পড়ে গিয়ে এ সময় ফখরুল ইসলাম আলমগীরের বাম হাত কেটে যায়। শরীরের বেশ কয়েকটি স্থানে তার জখম হয়। তাকে রংপুরের প্রাইম হসপিটালে ভর্তি করা হয়েছে।
রংপুরের পায়রা চত্বরের পথসভা থেকে ট্রাকযোগে শাপলা চত্বরের পথসভার দিকে যাচ্ছিলেন। ফখরুলদের বহনকরী ট্রাকটি হঠাৎ হার্ডব্রেক করলে মহাসচিব পড়ে যান। ফলে তার হাতের তালু ফেটে যায়। তাৎক্ষণিকভাবে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল ইসলামের তত্ত্বাবধানে।
হাসপাতালে মহাসচিবের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলুসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, নির্বাচণী প্রচারনায় অংশ নিতে আজ সকালেই রংপুরে পৌঁছান মির্জা ফখরুল। প্রচারণাশেষে বিকেল ৫টা নাগাদ তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.