চাঁদপুর : চাঁদপুর পৌরসভা নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোট বর্জনের করেছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি।
শনিবার (১০ অক্টোবর) নির্বাচনের দিন দুপুরে তিনি শহরের বিপনিবাগস্থ তাঁর নির্বাচনি কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে দলীয় ক্যাডাররা ভোট কেন্দ্রে জড়ো হয়ে বিএনপি সমর্থিত এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়নি, ভয়ভীতি দেখানো হয়, এজেন্ট ও নেতাকর্মিদের উপর হামলা মারধর করা হয়।
আক্তার মাঝি আরো বলেন, ইভিএমে ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার পর তাদেরকে বলা হয় আপনার ভোট হয়ে গেছে।পরে ভোটার গোপন স্থানে আওয়ামীলীগ নেতাকর্মিরা নিজেরাই বাটন টীপে সেই ভোট দিয়ে দেয়। প্রতিটি কেন্দ্রে প্রহসনের নির্বাচন হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.