আশুলিয়া, ১০ আগস্ট ২০২৫ : জুলাই বিপ্লবের শহীদ শাকিল হোসেন পারভেজ ও শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহসহ সকল শহীদের খুনিদের বিচারের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে — এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, “এটা আমাদের কাছে একটি আমানত। এর খেয়ানত করলে আমরা ধ্বংস হবো।”
রোববার আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ। প্রধান আলোচক ছিলেন শীর্ষ জুলাই যোদ্ধা ও অ্যাকটিভিস্ট আবু সদিক (কায়েম)।
সমাপনী দিনে উদ্বোধন করা হয় শহীদ শাকিল হোসেন পারভেজ চত্বর ও শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহ লাইব্রেরি। উপস্থিত ছিলেন দুই শহীদের পরিবারবর্গ ও অতিথিবৃন্দ। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা আয়োজন ছিল।
প্রেস সচিব বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। ন্যায়বিচারের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার প্রক্রিয়া চালানো হবে, যাতে কোনো প্রহসনের সুযোগ না থাকে।
প্রধান আলোচক আবু সদিক (কায়েম) বলেন, ফ্যাসিবাদী শাসনামলে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছিল সবচেয়ে বেশি ভিকটিম। জুলাই বিপ্লবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
১৮ জুলাই লক্ষ্মীপুরে শহীদ শাকিলের কবর জিয়ারতের মধ্য দিয়ে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর টাঙ্গাইলে শহীদ আহনাফের কবর জিয়ারত, আলোচনা সভা, কোরআন বিতরণ, সেমিনার, পোস্টার ও রচনা প্রতিযোগিতা, বিতর্ক, রক্তদান ও গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.