আশিক সরকার :ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত কাফরুল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী জেড.এ. এম. কামরুল হুদা (লিটন) । রাজনীতিকে পেশা হিসাবে নয় বরং মানুষের পাশে থেকে মানুষের সেবা করার উদ্দেশ্যেই বেছে নিয়েছেন ।
মতলব উত্তর সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক যুবলীগ নেতা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাবেক অত্যন্ত পরিশ্রমী যুবলীগ নেতা, কাফরুল থানা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য জেড.এ. এম.কামরুল হুদা (লিটন) । দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে বিরোধী দলের বিভিন্ন নির্যাতন ও জেল জুলুমের স্বীকার হয়েছেন। ১/১১ এ যখন অনেক বড় বড় নেতারাও স্বার্থবাদী পন্থানুসরণ করেছিলেন তখনও জেড.এ. এম.কামরুল হুদা (লিটন) রাজপথের সংগ্রামী নেতা। এই আন্দোলন সংগ্রামের পরিনাম কি হবে ভাবেননি। লক্ষ্য ছিল একটাই জননেত্রী, গণতন্ত্রের মানষ কন্যা মমতাময়ী মা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্ত করা। প্রয়োজনে নিজেদের জীবনের বিনিময়ে হলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্ত করতেই হবে। জেড.এ. এম.কামরুল হুদা (লিটন) এর মতো নেতা-কর্মীরা সেটা করেও দেখিয়েছিলেন।
দলের সাধারণ নেতা কর্মীদের মতো আমাদেরও প্রত্যাশা রইলো জেড.এ. এম. কামরুল হুদা (লিটন) ভাই এর মতো নেতারা দলে মূল্যায়িত হোক এবং দায়িত্বপ্রাপ্ত হোক। এমন ত্যাগী, সৎ নিষ্ঠাবান নেতারা দল কর্মী এবং সাধারণ মানুষের জন্য কল্যানকর ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.