ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরণে এবং তার আত্মার মাগফিরাত কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বাদ জুমা ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়ার আয়োজনে পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
তিনি বলেন, আমার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপুর ইচ্ছা ছিল মতলবের ছেংগারচর পৌরসভাকে একটি আধুনিক, নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা। আমি মনোনয়ন পাওয়ার পর তার একটাই চাওয়া ছিল, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনটিকে মিনি সিঙ্গাপুর সিটিতে রূপান্তরিত করা। আজ আমার ছেলে আমার পাশে থাকার কথা ছিল। কিন্তু সে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছে। আপনারা দোয়া করবেন যেন আমার ছেলেকে মহান রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমি কথা দিচ্ছি, আমি আমার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্বপ্ন বাস্তবায়ন করবো, ইনশা আল্লাহ।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরো বলেন, আপনারা সবাই মিলে মিশে থাকবেন। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কেউ ঝগড়া-বিবাদ করবেন না।
এসময় উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছোট ছেলে এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আইয়ুব আলী গাজী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মনির হোসেন বেপারী, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আলহাজ রফিকুল আলম জজ, বর্তমান মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির খান, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জ্যেষ্ঠ পুত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক চৌধুরী মাহী, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা, সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা খোকন প্রধান, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির প্রধান, ছেংগারচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমান উল্লাহ সরকার, যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগ নেতা শামীম প্রধান, পৌর যুবলীগের সহ-সভাপতি আমিনুল হক বেপারী, পৌর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়া, আহসান হাবীব, আবুল বাশার, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম অপু, যুবলীগ নেতা কামাল হোসেন, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ছেংগারচর পৌর যুবলীগ নেতা বাদল ঢালী, রেজাউল করিম ডেঙ্গু, মো. নাজমুল খান, যুবলীগ নেতা আমির হোসেন কালু, ছেংগারচর পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জনি সরকার, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ফকির, যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোর্শেদুল হক হিমেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদ জনি, সোহেল, আরমান কাজী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মামুন সিকদার, রিয়াদসহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ হজরত মাওলানা হাফেজ মো. তাজুল ইসলাম চাঁদপুরী।
প্রসঙ্গত, সাজেদুল হোসেন চৌধুরী দিপু গত ২ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ২৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি পিতা, মাতা, স্ত্রী, ছোট ভাই, বোন, দু
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.