ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সংবাদমাধ্যমকে সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
সূত্র জানায়, ৩০ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু গত ২১ জানুয়ারি থেকে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়।
এরপর গতকাল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। এ সংক্রান্ত নোটিশও জারি হয়েছিল। তবে আজ এ পরীক্ষা স্থগিতের ঘোষণা এলো।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.