স্টাফ রিপোর্টার :
ঢাকা মহানগর দক্ষিণের নব গঠিত পুর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিন সেচ্ছাসেবক লীগ। সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে আজ রোববার সকাল ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে ১মিনিট নিরবতা পালন করেন তারা।
এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং সহ সভাপতি কাজী শহীদুল্লাহ লিটনসহ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত সকল থানা, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ অনুসরণ করে মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.